খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অতর্কিত হামলায় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক (৮৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজানরত অবস্থায় তার উপর বিপ্লব (৩৫) নামে এক মাদকসেবী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার যোহরের নামাজের আযানের সময় মতলব পৌরসভার দাসপাড়া এলাকার কাশেম পাগলাবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। পরে ঢাকা নেয়ার পথে ইমাম মারা যান।
ওদিকে রাত ১০টার দিকে মতলব দক্ষিণ থানা পুলিশ বিপ্লবকে আটক করেছে। নিহত ইমাম মাওলানা ফজলুল হক কাশেম পাগলাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।