খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : ম্যাচে ফিরতে হলে চাই উইকেট, এমন সমীকরণ মাথায় রেখে প্রথম সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে কোথায় কী! উল্টো দিনের প্রথম ভাগে বাংলাদেশের বোলারদের শাসন করে চললেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। তবে শেষ পর্যন্ত উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ৮২ রান করা রাহানেকে ফিরিয়েছেন তাইজুল হক। গতকালের ১২২ রানের জুটিটাতে আজ আরো একশ রান যোগ করেন এ দুজন। দলীয় ৪৫৬ রানে রাহানের দারুণ ক্যাচ ধরেন মেহেদি হাসান মিরাজ।
মধ্যাহৃ বিরতির আগে ৪ উইকেটে ৪৭৭ রান করেছে ভারত। ডাবল সেঞ্চুরির (১৯১) পথে রয়েছেন বিরাট কোহলি আর ৪ রানে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা।
গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ১৬ বছর পর ভারতের বিপক্ষে ‘ঐতিহাসিক’ টেস্টের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দিনের প্রথম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে আসেন লোকেশ রাহুল। তাসকিনের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে বল লেগে বোল্ড হন ভারতীয় ব্যাটসম্যান। ভারতের রান তখন মাত্র ২।
এরপর মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ১৭৮ রানের জুটিতে খেলায় ফিরে আসে ভারত। জুটিটা যখন ভয়ংকর হয়ে উঠছিল, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের বলে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দেন চেতেশ্বর পুজারা। এর আগে পুজারা ও বিজয় মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ ওভারে ১৭৮ রান যোগ করেন। পুজারাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফেরালেন অফস্পিনার মিরাজ। ১৭৭ বলে ৮৩ রান করে বিদায় নেন ভারতীয় জাতীয় দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পুজারা।
১৯তম ওভারে জীবন পাওয়ার পর শতক পূর্ণ করেই প্যাভিলিয়নে ফিরলেন মুরালি বিজয়। তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় ওপেনার। এর আগে ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিজয়।
মুরালি বিজয় ও বিরাট কোহলির শতকে ৩ উইকেটে ৩৫৬ রান নিয়ে প্রথম দিনটা শেষ করে ভারত। বিরাট কোহলি ১১১ ও রাহানে ৪৫ রানে অপরাজিত ছিলেন।