Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : হঠাৎ করেই নিউজিল্যান্ডের সমুদ্র তীরে এসে আত্মহত্যা করা শুরু করেছে তিমি মাছ। জানা যায় প্রায় ৪০০ তিমি মাছ সমুদ্র তীরের বালুতে উঠে এসেছে। তাদের আবারো সমুদ্রে ফেরত পাঠাতে হিমশিম খেয়া যাচ্ছে স্বেচ্ছাসেবকেরা। এখন পর্যন্ত সেখানে ৩০০ তিমি মারা গেছে বলে জানায় বিবিসি।
ঠিক কি কারণে তিমি মাছ এভাবে তীরে উঠে আসে সে সম্পর্ক স্পষ্ট কোন ধারণা নেই বিজ্ঞানীদের। তবে তাদের ধারণা, তিমি মাছ আহত হলে, বৃদ্ধ হয়ে গেলে বা তার চলাচলের দিক নির্দেশক ব্যবস্থা ঠিক মত কাজ না করলে এভাবে সমুদ্র তীরে উঠে আসে তারা। কেউ এভাবে সমুদ্রের তীরের বালুতে উঠে আটকে গেলে একটি সিগনাল পাঠায় সমুদ্রে। ধারণা করা হয়, এই সিগনালটি সাহায্য চাওয়ার জন্য পাঠানো হয়। আর তাতে আকৃষ্ট হয়ে দলে দলে তিমি তীরে উঠে আসে এবং বালু ভূমিতে আটকে যায়।
এখন নিউজিল্যান্ডের দক্ষিণ সমুদ্র তীরে এভাবে তীরে এসে ভিড়ছে তিমির দল। তাদেরকে সঠিক পথ দেখিয়ে আবারো পানিতে ফেরত পাঠাতে চেষ্টা করছে স্থানীয় ও স্বেচ্ছাসেবকেরা। কিন্তু এত বড় প্রাণীগুলোকে সঠিক পথে ফেরত পাঠাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে তারা।