Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ :  বোলারদের দারুণ বোলিংয়ে ধরাছোঁয়ার মধ্যে লক্ষ্য পাওয়া বাংলাদেশের মেয়েরা পেয়েছে সহজ জয়। মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে রুমানা আহমেদের দল।
প্রতিযোগিতায় দলকে দ্বিতীয় জয় এনে দিতে অপরাজিত অর্ধশতক করেন ফারজানা হক। অলরাউন্ড নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দেন রুমানা আহমেদ।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে আগের দিন এলোমেলো বোলিং করা ডেভিড ক্যাপেলের শিষ্যরা এদিন দারুণ লাইন-লেংথে বল করেন। পেসারা জাহানারা আলম ৯.১ ওভারে চারটি মেডেনসহ মাত্র ১১ রানে নেন ১ উইকেট।
জাহানারার আঁটসাঁট বোলিংয়ে তৈরি হওয়া চাপ কাজে লাগান স্পিনাররা। দুই অফ স্পিনার সালমা খাতুন ও খাদিজা তুল কুবরার স্পিনের জবাব খুঁজে পায়নি স্কটিশরা।
সর্বোচ্চ ২৮ রান আসে ক্যারি অ্যান্ডারসনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাথরিন ব্রাইসের ১৭।
২১ রানে ৩ উইকেট নেন অলরাউন্ডার সালমা। ছন্দে থাকা কুবরা ৩ উইকেট নেন ৩১ রানে।
ছোটো লক্ষ্য পাওয়া বাংলাদেশ ৩২ রানের মধ্যে হারায় শারমিন সুলতানা ও খাদিজা ইসলামকে। শারমিন আক্তারের সঙ্গে প্রতিরোধ গড়েন ছন্দে থাকা ফারজানা।
২২ রান করে শারমিন ফিরে যাওয়ার পর অবিচ্ছন্ন চতুর্থ উইকেটে অধিনায়ক রুমানার সঙ্গে ৭৫ রানের দারুণ এক জুটিতে দলকে জয় এনে দেন ফারজানা।
চার হাঁকিয়ে ম্যাচ শেষ করা ফারজানা অপরাজিত থাকেন ৫৩ রানে। তার ১০৯ বলের ইনিংসটি গড়া ৮টি চারে। রুমানা ৪৬ বলে খেলেন ৩৮ রানের ভালো একটি ইনিংস। এর আগে বোলিংয়ে ২৪ রানে ২ উইকেট নেন তিনি।
প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ পরের ম্যাচে হারে পাকিস্তানের কাছে। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দল: ৪৯.১ ওভারে ১৪০ (অলিভিয়া ১৬, সারাহ ৪, ক্যাথরিন ১৭, ক্যারি ২৮, র‌্যাচেল ১৪, ফিওনা ১২, এলিজাবেথ ৭, ক্রিস্টি ৩ কেটি ১০, লর্না ১১*, অ্যাবি ১; জাহানারা ১/১১, পান্না ১/৩৮, কুবরা ৩/৩১, রুমানা ২/২৪, সালমা ৩/২১, শায়লা ০/৭)
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: ৩৭.৩ ওভারে ১৪৩/৩ (শারমিন সুলতানা ১৫, শারমিন আক্তার ২২, সানজিদা ৩, ফারজানা ৫৩*, রুমানা ৩৮*; কেটি ১/৩৩, ক্যাথরিন ১/৩৩, অ্যাবি ০/১৯, ক্রিস্টি ০/২৩, র‌্যাচেল ১/২৭, ক্যারি ০/৮)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী