খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। এ কমিশনের সামনে অগ্নিপরীক্ষা আসছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে এখন থেকেই তাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিৎ।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বীরগাঁও সূর্যতরুণ সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, দপ্তর সম্পাদক এস কে সাদী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক। অনুষ্ঠানে ৭২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।