Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

82খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : হায়দ্রাবাদ টেস্টে রেকর্ডের খই ফুটিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বাদ যায়নি বাংলাদেশও! ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে তাল মেলাতে গিয়ে বাংলাদেশি বোলাররা বরং ছুঁয়ে ফেলেছে বিশ্বরেকর্ড। তবে গর্বের নয়, বাংলাদেশি বোলাররা করে ফেলেছেন বিব্রতকর এক রেকর্ড। উদার হস্তে বল করে বাংলাদেশ দলের মূল পাঁচ বোলারই করে ফেলেছেন রান দেওয়ার সেঞ্চুরি। এ নিয়ে টেস্ট ক্রিকেট এক ইনিংসে পাঁচ বোলারের রান দেওয়ার সেঞ্চুরির ঘটনা দেখল সপ্তমবার।
ভারতীয় ব্যাটসম্যানদের রান উৎসবে শামিল হতে গিয়ে বাংলাদেশি বোলাররা রান দেওয়ার ব্যাপারে কতটা উদার ছিলেন, নিচের তথ্যেই তার প্রমাণ। রান দেওয়ায় সবচেয়ে বেশি উদার ছিলেন দলের দুই পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। ১ উইকেট নেওয়া তাসকিন ২৫ ওভারে দিয়েছেন ১২৭ রান। ওভারপ্রতি ৫.০৮! রাব্বি ১৯ ওভারেই দিয়েছেন ১০০ রান। ওভারপ্রতি ৫.২৬! ৪২ ওভার বল করে কোনো মেডেন না পাওয়া মেহেদী হাসান মিরাজ দিয়েছেন ১৬৫ রান। উইকেট পেয়েছেন দুটি। সাকিব আল হাসান ২৪ ওভারে দিয়েছেন ১০৪ রান। তাইজুল ৩ উইকেট পেলেও সে জন্য খরচ করেছেন ৪৭ ওভারে ১৫৬ রান।

টেস্টে এর আগে পাঁচ বার ইনিংসে রান দেওয়ার সেঞ্চুরি করেছেন বাংলাদেশের চার বোলার।নিজেদের সেই রেকর্ড টপকে হায়দ্রাবাদের বাংলাদেশি বোলাররা ভাগ বসালেন বিশ্বরেকর্ডে। পাঁচের নামতার আরও একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০১ সালে মুলতান টেস্টে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের পাঁচ ব্যাটসম্যান। টেস্ট ইতিহাসে এক ইনিংসে পাঁচ ব্যাটসম্যানের সেঞ্চুরি করার দ্বিতীয় ঘটনা ছিল সেটা। তার আগে ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটসম্যান করেছিলেন সেঞ্চুরি। সেই আবার ওয়েস্ট ইন্ডিজের পাঁচ বোলাররাও করেছিলেন রান দেওয়ার সেঞ্চুরি। মানে একই ম্যাচে দুটো বিব্রতকর রেকর্ড গড়েছিল পরবর্তীতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা ক্যারিবীয়রা।
দ্বিতীয় দিন শেষে টেস্টটা যে অবস্থায় দাঁড়িয়ে, আরও কোনো বিব্রতকর রেকর্ডের সঙ্গে বাংলাদেশের মোলাকাত হয়ে যায় কিনা, সেই শঙ্কা থাকছেই।