খােলা বাজার২৪, শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ : কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইয়ামিন (৫৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গাজীপুর টঙ্গি থানাধীন গাজীপুরা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্ততে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ২০০২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় ০৮/০২/২০০৯ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের কুষ্টিয়া জেলা জজ আকবর হোসেন মৃধা তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। তিনি আরো জানান, ২০০২ সালের ৩০ জুন ইয়ামিনের স্ত্রী চায়েনা খাতুনকে হত্যার দায়ে একটি মামলা দায়ের হয়। যার নম্বরঃ ১১৫/২। পরে বিজ্ঞ আদালত তাকে দোষী চিহ্নিত করে এ সাজা দেয়। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো।