খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে নগরকান্দার গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভাঙা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ পরিবহনের ওই বাসে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১৩ জন নিহত হন। আহত হয়েছেন ১৫ জন।
নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাসটির আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।