Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : বিএনপির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক অবস্থা, নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থার বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, নব নিযুক্ত নির্বাচন কমিশনকে আওয়ামী লীগার বলে উল্লেখ করছে বিএনপি। একইসঙ্গে এ নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি বলেও অভিযোগ করছে দলটি।