Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : রাজনীতিতে আসতে পারেন রজনীকান্ত। ভারতীয় সিনেমার সুপারস্টারকে নিয়ে এমনই রাজনৈতিক জল্পনা এখন দেশ জুড়ে। শোনা যাচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) তাত্বিক নেতা গুরুমূর্তি তাকে ‘পরামর্শ’ দিয়েছেন রাজনৈতিক দল প্রতীষ্ঠার বিষয়ে। খবর জিনিউজের।
বিশ্লেষকদের মতে, তামিলনাড়ু রাজনীতির বর্তমান ‘ঘোলা জলে মাছ ধরতে চেয়ে’ রজনীকান্তকে এমন পরামর্শ দিচ্ছেন আরএসএস ওরফে বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, দক্ষিণের এই মহাতারকা দল গঠনের বিষয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেননি। বরং তিনি তাঁর আপনজন এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ চাইছেন।
এমনও শোনা যাচ্ছে এই শুভানুধ্যায়ীদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন অমিতাভ বচ্চন। আর ‘বচ্চন সাব’ নাকি ‘থালাইভা’কে রাজনীতিতে যোগ না দেওয়ার ব্যাপারেই পরামর্শ দিয়েছেন। অনেকেই মনে করছেন, অমিতাভের এই পরামর্শের পিছনে রয়েছে সক্রিয় রাজনীতিতে তার নিজের তিক্ত অভিজ্ঞতা। তাই হয়ত রজনীকে রাজনীতি আসতে নিষেধ করেছেন শায়েনশাহ।