খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : মৌলভীবাজারে তিনদিন ব্যাপী ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা মৌলভীবাজার।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি ডা: জিল্লুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজেরে গণিত বিভাগের প্রফেসর মোহাম্মদ মহসিন, রসায়ন বিভাগের প্রধান রফি উদ্দিন আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন খান, এ্যাডভোকেট আব্দুল আহাদ, মন্নান আহমদ, আব্দুস সালাম, শক্তিপদ পাল সহ প্রমুখ। ফিটনেস ক্যাম্পের সার্বিক সহযোগীতা করে বিএনএসবি মৌলভীবাজার।