Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ :  ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নানা আয়োজনের পরিকল্পনা হাতে নিচ্ছেন কপোত-কপোতিরা। কিন্তু যারা এখনো একা, তাদের কি করার কিছুই নেই? একাকীরা নাকি মন খারাপ করে ঘুরে বেড়ান এই ভালোবাসার দিনে। তাদের নাকি কিছুই করার নেই। কিন্তুক এটা মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের মতে, যারা সম্পর্কে জড়িয়ে তারা গোটা দিন অপরের জন্য বিলিয়ে দেন। প্রিয়জনকে ভালোবাসার কাজেই সময় ব্যয় করেন। কিন্তু যারা একাকী তারা নিজের কাজেই এ সময় ব্যয় করতে পারেন। নিজের জন্যই উপহার কিনতে পারেন। একা একা ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের দারুণ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. বাড়ির দেয়ালের জন্য কোনো শিল্পকর্ম প্রস্তুত করুন যা আজীবন থেকে যাবে। সেখানে অনুপ্রেরণাদায়ক কিছু লেখা থাকতে পারে। আবার এমন কোনো শিল্পকর্ম কিনেই আনতে পারেন।

২. একাকী নারী হলে দিনটিকে স্পা ডে হিসাবে পালন করুন। দিনটি আরাম, আয়েশ আর নিজের যতেœই যাক না।
৩. অনামিকার শোভা বর্ধনে একটি আঙটি কিনে ফেলুন। এটা যে প্রেমিকের কাছ থেকেই আসতে হবে এমন কোনো কথা নেই। নিজের জন্য তো নিজেই কিনতে পারেন।
৪. মনের মতো একটি পারফিউম কিনে ফেলুন নিজের জন্য। এতদিন ধরে যেটা কেনার ইচ্ছা ছিল।
৫. বেশ কিছু প্রসাধন সামগ্রী ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিনে নিন। হয়তো অনেক দিন থেকেই এর দরকার ছিল। কিন্তু কেনা হয়নি। এবার যেন ভুল না হয়।
৬. মেকওভার করে আসুন। দারুণ অনুভূতি মিলবে।
৭. বাসায় বসে আরাম করতে একটা সুন্দর ও মনের মতো চেয়ার বা কাউচ কিনে ফেলুন।
৮. ব্যায়ামাগার কিংবা ফিটনেস সেন্টারের সদস্য হয়ে যান। এই দিন থেকে আপনার নিজের প্রতি যতœশীল হয়ে ওঠার সময়।