Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ :  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৫-৯ ফেব্র“য়ারি) মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে ৮৪ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে কমে গেছে আর্থিক লেনদেন।
এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৭ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫১২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বা ২.৪০ শতাংশ ও ডিএসই ৩০ সূচক ৪৫ পয়েন্ট বা ২.৩২ শতাংশ বেড়েছে। তবে আগের সপ্তাহে ডিএসইএক্স ২৫৪ পয়েন্ট বা ৪.৫১ শতাংশ কমেছিল।
গত সপ্তাহে ডিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৭টি বা ৮৩.৯৪ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ৩৯টি বা ১১.৮২ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ১৪টি বা ৪.২৪ শতাংশ কোম্পানির।
এদিকে গত সপ্তাহে মোট ৩ হাজার ৬৮৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে হয়েছিল ৪ হাজার ৭৯৬ কোটি ৯৪ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ২৩.১৪ শতাংশ।
গত সপ্তাহে মোট লেনদেনের ৯৩ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ৩ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৩ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ২ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৬২ হাজার ১১৯ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭৭৯ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২.১২ শতাংশ।
গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ সময় কোম্পানির ১৩৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৬৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনসের লেনদেন হয়েছে ১০৫ কোটি ৩২ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ২.৮৬ শতাংশ। ৯৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে-প্যাসিফিক ডেনিমস, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম স্টিল, এ্যাপোলো ইস্পাত, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও আইডিএলসি ফাইন্যান্স।