
সাগর-রুনির সন্তান মেঘ কি ন্যায়বিচারজন্য আজ ধারেধারে গুরে বেড়াচ্ছে। এর বিচার করতে হলে সরকারকে ১৯০ ডিগ্রীতেটান করতে হতে পারে।
আমাদের দাবি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। সারাদেশে যত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে সবগুলো ঘটনার সাথে যারা জরিত তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা বা যত বড় মাপের লোক এর সাথে জড়িত থাকুক না কেন এর চিচারের দাবী জানাচ্ছি।
এই সরকারের আমলে আদৌ বিচার হবে কিনা সেটা সারা জাতির সাথে আমাদেরও সন্দেহ রয়েছে।সরকার যদি ৪০ বছর আগের যুদ্ধাপরাধীর বিচার করতে পারে, তাহলে কেন এই হত্যাকান্ডের বিচার করতে পারবেনা।