Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ :  নড়াইল প্রতিনিধি  : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক সাগর-রুনি দম্পত্তি সহ সকল হত্যা মামলা খুব শিঘ্রই আলোর মুখ দেখবে। সাংবাদিক সাগর-রুনি মামলাটি আমাদের র‌্যাব সদস্যরা তদন্ত করছে। ২ জনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে সেগুলো ম্যাচিং করার চেষ্টা চলছে।
শনিবার (১১ফেব্র“য়ারি) দুপুরে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাদের নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা করেন। খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ, খুলনা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস. নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কালিয়া থানার নবনির্মিত ভবনের উদ্ভোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের নিকট মন্ত্রী ৫৮ লাখ ১২ হাজার ২’শত ৯ টাকার একটি চেক হস্তান্তর করেন। উল্লেখ্য,নড়াইল জেলা দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে ।