খােলা বাজার২৪, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ : পাবনা প্রতিনিধি : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, ছাত্রসমাজকে মাদক, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের ভূমিকার ন্যায় বর্তমান ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আজ ১১ ফেব্রুয়ারি শনিবার ঈশ^রদী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জঙ্গিবাদ ও মাদক উন্নয়নের প্রধান অন্তরায়। তিনি ছাত্রসমাজকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে মাদক, অস্ত্রবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী শরীফ ছাত্রছাত্রীদের সদ আচরণ করার পরামর্শ দেন। তিনি সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য বলেন। মন্ত্রী বলেন, ভূমি দস্যুরা শুধু অস্ত্র নিয়ে জমি দখল করে না। তারা বিভিন্ন ভূয়া কাগজপত্র তৈরি করে সরকারি বেসরকারি জমি দখল করে নিচ্ছে। মন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ভূমি দস্যুদের অবৈধভাবে জমি দখলে রাখার সুযোগ দিবে না। তিনি বলেন, ভূমি যার অধীনেই থাকুক সরকার অধিগ্রহণ করে জনস্বার্থে জমি কাজে লাগাতে পারে। তিনি স্বেচ্ছায় জনস্বার্থে কলেজের অধীন জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত সকল শিশুকে বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত এবং তা ২০১৮ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য ছাত্রসমাজ, অভিভাবক ও দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। পরে তিনি বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঈশ^রদী সরকারি কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা চান্নামন্ডল উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী কালিকাপুর আবদুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পরে বিকালে মন্ত্রী জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ঈশ^রদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭ এর উদ্বোধন ঘোষণা করেন। মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শে একটি আদর্শিক সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।