Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : নরসিংদীর বেলাবো উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী, দু’জন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, সকালে অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। পথে দড়িয়াকান্দিতে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলিগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।