Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

al..............................2খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ বিষয়ক চুক্তি সম্পাদন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি (৯ ফেব্রুয়ারি, ২০১৭) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী। এ সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্ব্বাস আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল জলিল এবং ভাইস প্রেসিডেন্ট সি. জি. এম. আসাদুজ্জামান। নতুন এ চুক্তির ফলে টেক্সটাইল ও চামড়া রপ্তানিকারকরা সহজ শর্তে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুবিধা পাবেন। রপ্তানীকারকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব অর্থায়নে নতুন এ ফান্ড গঠন করেছে।