
আজ রবিবার দুপুরে ভাসানী মিলায়াতনে প্রজন্ম মওলানা ভাসানীর উদ্বগে গণতন্ত্র পুন: প্রতিষ্টার আন্দোলন চলবে, শীর্শক আলোচনা সভায় এইসব কথা বলেন নেতৃবৃন্দ । প্রজন্ম মওলানা ভাসানীর সভাপতি এম এন শাওন সাদেকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাগপা ছাএলীগের সভাপতি সাইফুল আলম, আলোচনায় অংশগ্রহন করেন মুসলিম ছাএলীগের সভাপতি এস এইচ খান, বিএন পি নেতা সোহেল আহমেদ,প্রজন্ম মওলানা ভাসানীর প্রধান উপদেষ্টা ও ন্যাপের যুগ্ম মহাসচিব বাবু সপন কুমার সাহা, এডভোকেট নেয়ামুল ইসলাম, শিপা সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম বলেন, নতুন নির্বাচন কমিশন জাতিকে খুব বেশী আশার আলো দেখাতে পারবে বলে দেশবাসী বিশ্বাস করে না। সামনে গণতন্ত্রের জন্য আরো বেশী দুঃসময় আসছে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি।
সভাপতির বক্তব্যে এম এন শাওন সসাদেকী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করতে মওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারলেই তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের বিজয় সুনিশ্চিত।