Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
VASANI......................খােলা বাজার২৪, রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে খুব বেশী আশার আলো দেখাতে পারেননি জাতিকে, অভিমত প্রকাশ করে প্রজন্ম মওলানা ভাসানীর আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন কমিশন নিয়োগ দেয়া দলীয় বিবেচনা নিয়োগকৃত নির্বাচন কমিশন দেশ ও জাতির কোন উপকার আসবেনা।
আজ রবিবার দুপুরে ভাসানী মিলায়াতনে প্রজন্ম মওলানা ভাসানীর উদ্বগে গণতন্ত্র পুন: প্রতিষ্টার আন্দোলন চলবে, শীর্শক আলোচনা সভায় এইসব কথা বলেন নেতৃবৃন্দ । প্রজন্ম মওলানা ভাসানীর সভাপতি এম এন শাওন সাদেকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাগপা ছাএলীগের সভাপতি সাইফুল আলম, আলোচনায় অংশগ্রহন করেন মুসলিম ছাএলীগের সভাপতি এস এইচ খান, বিএন পি নেতা সোহেল আহমেদ,প্রজন্ম মওলানা ভাসানীর প্রধান উপদেষ্টা ও ন্যাপের যুগ্ম মহাসচিব বাবু সপন কুমার সাহা, এডভোকেট নেয়ামুল ইসলাম, শিপা সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম বলেন, নতুন নির্বাচন কমিশন জাতিকে খুব বেশী আশার আলো দেখাতে পারবে বলে দেশবাসী বিশ্বাস করে না। সামনে গণতন্ত্রের জন্য আরো বেশী দুঃসময় আসছে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি।
সভাপতির বক্তব্যে এম এন শাওন সসাদেকী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করতে মওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারলেই তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের বিজয় সুনিশ্চিত।