Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52সিরাজগঞ্জে শ্বশুরের অপমান সইতে না পেরে ক্ষোভে আত্মহত্যা করেছেন জামাতা মাসুদুর রহমান মাসুদ (৩২)।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেল চারটার দিকে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন মাসুদ। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহত মাসুদ সিরাজগঞ্জ পৌর এলাকার তেলকুপি মহল্লার শাহজাহান আলীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বকুল উদ্দিন আকাশ।
নিহতের ভাই ইনছান আলী জানান, মাসুদের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরের দীর্ঘদিন যাবত সাংসারিক দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় শনিবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান মাসুদ। এ সময় শ্বশুর সাইফুল ইসলাম তার মেয়েকে জামাতার সঙ্গে না পাঠিয়ে বকাঝকা দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
মাসুদ বাড়ি এসে ক্ষোভে নিজ ঘরে বসে কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।