খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে ডিবি উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।