খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ড. রূপা হকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে কেউই মুখ খুলতে রাজি হননি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের নীতি নির্ধারকদের মধ্যে কয়েকজন সিনিয়র নেতা। এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।