খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সভা আজ বিকেলে ২৩/২ তোপখানা রোডে সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজেকুজ্জামান রতন, জুলফিকার আলী, ফিরোজ আহম্মেদ, মোস্তাক হোসেন, ডা. শামসুল আলম, খান আসাদুজ্জামান মাসুম, সুবল সরকার, মঈনউদ্দিন চৌধুরী লিটন, মেহেদী হাসান, সহিদুল ইসলাম সবুজ, খোরশেদ আলম, মলয় সরকার প্রমুখ।
সভায় টাঙ্গালসহ দেশের বিভিন্ন স্থানে সুন্দরবন রক্ষা আন্দোলনে এমনকি নাটক, মানবন্ধনে হুমকি, বাধা ও হামলার নিন্দা জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, একদিকে বিদ্যুৎ কেন্দ্র এলাকা উন্নয়নের নামে এলাকার কতিপর দখলদারদের দখলে দেয়া হয়েছে, অন্যদিকে দখলদার সন্ত্রাসীদের সুন্দরবন রক্ষা আন্দোলনে ত্রাস-হামলার কাজে ব্যবহার করা হচ্ছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, একদিকে মিথ্যাচার-বিজ্ঞাপন এবং অন্যদিকে ভয়ভীতি-নিপীড়ন দিয়ে সুন্দরবন বিনাসী রামপাল প্রকল্পকে গ্রহণযোগ্য করা যাবে না। জনগণ এ প্রকল্প কোন ভাবেই মেনে নিবেনা। সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, বাংলাদেশ বাঁচাতেই সুন্দরবন রক্ষা করতে হবে।
২৬ জানুয়ারি ’১৭ ঢাকায় অর্ধদিবস সফল হরতাল পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, দেশব্যাপী আগামী ২৫ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালিত হবে। ঢাকায় ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ১টা অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবেÑশহীদ মতিউল-কাদের চত্বর (জাতীয় প্রেসক্লাবের সামনে)। অবস্থান কর্মসূচি সফর করার লক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি ’১৭ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।