Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭:  ইসলামিক স্টেটের (আইএস) কমান্ডারদের এক বৈঠকে হামলা চালিয়েছে ইরাকের বিমান বাহিনী।
ওই বৈঠকে আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির সম্ভাব্য উপস্থিতির কথা জানিয়েছে ইরাকের নেতৃত্বাধীন যৌথ অপারেশন কমান্ড।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় যৌথ কমান্ড।
তবে ওই বিমান হামলায় বিশ্বের সবচেয়ে ‘মোস্ট ওয়ান্টেড’ বাগদাদি আক্রান্ত হয়েছে কি না তা বিবৃতিতে নিশ্চিত করে বলা হয়নি।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি রাক্কা এলাকা থেকে বাগদাদিকে নিয়ে একটি গাড়িবহর সড়ক পথে আল কাইম সীমান্ত দিয়ে পশ্চিম ইরাকে যাচ্ছিল। এটি একটি গোয়েন্দা সেল পর্যবেক্ষণ করছিল।
এরপর গত ১১ ফেব্র“য়ারি আইএসের শীর্ষ কমান্ডারদের বৈঠক চলাকালে ইরাকি বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান হামলা চালায়।
বৈঠকে সরাসরি চালানো এ হামলায় আইএসের ১৩ কমান্ডার নিহত হয়।
এছাড়া ওই এলাকায় চালানো অন্য বিমান হামলায় কয়েক ডজন আইএস যোদ্ধা নিহত হয় বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী।
যৌথ কমান্ডের বিবৃতিতে আইএস কমান্ডারদের বৈঠকে নিহতদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
তবে এতে ২০১৪ সালের জুন মাসে ইরাক-সিরিয়াতে খিলাফত প্রতিষ্ঠার ঘোষক ইরাকি বংশোদ্ভূত বাগদাদির নাম উল্লেখ করা হয়নি।