খােলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭: তোফাজ্জল হোসেনঃ-শিবপুর উপজেলার গিলাবের হাজী আবু ছাইদ ফুটবল মাঠে “শাহ্জাহান সাজু ফুটবল টুর্নামেন্টের” চুড়ান্ত খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মোশারফ হোসেন ভূইয়া বলেন শিবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এত বড় ফুটবল প্রতিযোগীতার আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি লাখপুর একাদশ বনাম হাঁড়িসাঙ্গান একাদশের মধ্যে চুড়ান্ত খেলা শেষে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ডা. আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুড়ান্ত খেলা উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ খাঁন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রানালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান,জনপ্রশাসন মন্ত্রনালয় এর অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খাঁন,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান,বাংলাদেশ আওয়ামীলীগ শেরে বাংলা নগর থানা সভাপতি সাব্বির হোসেন মাসুদ,সাবেক সাংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান সাজু,ফুটবল টুর্নামেন্ট কমিটির সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।তীব্র প্রতিদ্ধন্দিতাপূর্ন খেলায় লাখপুর একাদশ হাঁড়িসাঙ্গান একাদশকে ২-১গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব লাভ করে।উভয় দলই জাতীয় দল থেকে খেলোয়ার এনে প্রতিযোগীতায় অংশগ্রহণ করায়।খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমাগম হয়।খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।প্রধান অতিথি আরো বলেন শাহজাহান সাজু সাবেক এমপি ও জেলা পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন।তিনি তার এই উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন গ্রামে এ ধরনের আয়োজন গ্রামের সকল মানুষকে আনন্দিত করে।সাবেক সফল এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান সাজু বলেন গ্রামের মানুষকে আনন্দ দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা ।শিবপুরের পাহাড় অঞ্চলের মানুষকে আনন্দ দেয়ার জন্য আমি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করব।এই জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করেন।