Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : পেসার হিসেবে বাংলাদেশের টেস্ট দলে খেলছেন কামরুল ইসলাম রাব্বি। তবে এই ক্রিকেটার আলোচনায় আছেন ব্যাটিং দিয়ে। ক্রাইস্টচার্চের পর হায়দরাবাদেও ব্যাট হাতে ধৈর্যশীলতার অনন্য নজির দেখিয়েছেন। নিউজিল্যান্ডে ৯২ মিনিট উইকেটে কাটিয়ে ৬৩ বলে করেছিলেন ২ রান। হায়দরাবাদে ৭০ বলে অপরাজিত ৩! উইকেটে পার করেছেন ৮৪ মিনিট। অপর ব্যাটসম্যান আউট না হলে আরও কতক্ষণ উইকেটে থাকতেন কে জানে!
ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটা ড্র করতে কী চেষ্টাই না করেছেন রাব্বি! টেস্টে কীভাবে মেজাজ ধরে রাখতে হয় তার উদাহরণ তো তিনিই! সেজন্য ভাবলে চলবে না, রাব্বি মেরে খেলতে পারেন না। দলের প্রয়োজনে চার-ছক্কা মেরে অবদান রাখার প্রতিশ্র“তি দিলেন এ তরুণ। মঙ্গলবার হায়দরাবাদ থেকে ঢাকায় ফিরে দেয়া এক সাক্ষাতকারে রাব্বি বললেন, ‘যখন দলের রান প্রয়োজন হবে, তখন মেরে খেলবো। ক্রাইস্টচার্চ ও হায়দরাবাদে সময় নষ্ট করা এবং অন্য প্রান্তের ব্যাটসম্যানকে সঙ্গ দেওয়া দরকার ছিল। আমি সেটাই করতে চেষ্টা করেছি। সবসময় এমন পরিকল্পনা নিয়েই নামি, দলের প্রয়োজন ওই মুহূর্তে কোনটা দরকার। আরেকটা ব্যাপার, আল্লাহর রহমতে ব্যাটিংয়ে নামলে আমার অনেক মনোযোগ থাকে। বল টু বল খেলার চেষ্টা করি।’

বাংলাদেশের শেষ দুটি টেস্টে রাব্বির ব্যাটিং ‘মিরাকল’ ধরে নিতে পারেন অনেকেই। তবে রাব্বি তেমনটা মনে করেন না। ঘরোয়া ক্রিকেটের উদাহরণ টেনে জানালেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে আমি এভাবেই খেলতাম। এমন ইনিংস আগেও খেলেছি। স্বীকৃত ব্যাটসম্যানকে সঙ্গ দিতাম, যাতে তার ইনিংসটা বড় হয়ে দলের ভালো হয়।’ ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৮১ ইনিংসে ব্যাট হাতে নামা রাব্বি ২১ ইনিংসেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আছে তিনটি অর্ধশতকও।
নিউজিল্যান্ডে ধৈর্যের দৃষ্টান্ত দেখিয়ে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের আস্থাভাজন হয়ে উঠেছেন রাব্বি। ক্রাইস্টচার্চে ১০ নম্বরে ব্যাটিং করলেও হায়দরাবাদে কোচ তাকে নামিয়েছেন ৯ নম্বরে। রাব্বি জানালেন, ‘কোচ তাকে বলছিলেন- ‘‘তুমি অপর ব্যাটসম্যানকে সহায়তা করবে। যাও শেষ পর্যন্ত খেলে আসো।’’ আমি কোচের কথা রাখতে চেষ্টা করেছি।’ নিউজিল্যান্ডের পর ভারতের কন্ডিশনে খেলে বেশ অভিজ্ঞতা হয়েছে রাব্বির। দুই জায়গার পার্থক্যও বুঝতে পেরেছেন, ‘নিউজিল্যান্ডে একেবারে আলাদা উইকেট ছিল। যেখানে ব্যাটিং করা খুব কঠিন। পেসারদের জন্য ভালো বোলিং করা সহজ। ভারতের উইকেট কিন্তু ভিন্ন। একদম ঠিক জায়গায় বল না পড়লে ব্যাটসম্যান মেরে দেয়। জায়গাটা খুব ছোট। আগে-পরে বল পড়লে ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ হয়ে যায়।’
নিউজিল্যান্ড ও ভারতের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতায় শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে চান রাব্বি। অবশ্য সেটি কেবল ব্যাটে নয়, আসল কাজটা বল হাতেই করতে চান, ‘আমরা টেস্ট খুব কম খেলি। যত খেলবো তত শিখবো। শ্রীলঙ্কা সফরে নিজেকে প্রমাণের চেষ্টা থাকবে।’ শ্রীলঙ্কা সফরের আগে প্রায় ১০ দিনের ছুটি পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকেই চলে যাবেন গ্রামের বাড়িতে। রাব্বি অবশ্য তাদের দলে নেই। ১৮ ফেব্র“য়ারি শুরু হওয়া বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলতে নামবেন এই ক্রিকেটার।