পাসবুকসহ বিশ্বব্যাংকের ১৬ গাড়ি তলবখােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের ১৬টি গাড়িসহ পাসবুক তলব করেছে শুল্ক গোয়েন্দারা।
বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ও শুল্কসুবিধার পাসবুকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১৬টি গাড়িসহ পাসবুক তলব করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়।
কাস্টমস আইন অনুসারে প্রিভিলাইজ পার্সন (কূটনৈতিক সমমর্যাদার) গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে। তবে শুল্ক আইন ও এসআরও-২৩৭ অনুযায়ী কোনো প্রিভিলেজ পার্সনের পদবি ও কর্মস্থল পরিবর্তন হলে কাস্টমস পাসবুক ও শুল্কমুক্ত সুবিধার গাড়ি এনবি আর-এ জমা দিতে হয়। আর এ জন্য আন্তর্জাতিক সংস্থা বা উন্নয়ন অংশীদারের প্রধানের ওপর দায় বর্তায়।