খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মারামারিসহ পৃথক পাঁচটি অভিযোগে ২১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষা শাখা সূত্র বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ২১ জন শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীও আছেন। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।