খােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আর এ সফরেই টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা সফরে মুস্তাফিজের দলে থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, নিউজিল্যান্ডে যে মোস্তাফিজকে দেখেছি তার তুলনায় সে এখন অনেক ফিট। আমার মনে হয় টেস্ট ম্যাচে খেলার মত শারীরিক সক্ষমতা তার ফিরে এসেছে।
এদিকে বিসিএলে দুই ম্যাচ খেলার পর তার পারফম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, দপ্রথম ইনিংসে চেয়ে পরের ইনিংসে আরও ছন্দে বল করেছে মুস্তাফিজ। আমার মনে হয় শ্রীলঙ্কায় সে টেস্ট খেলতে পারবে। তাই তার টেস্ট দলে থাকা মোটামুটি নিশ্চিত। তবে শেষ পর্যন্ত মোস্তাফিজ যদি নিজে খেলার সিদ্ধান্ত নেন, তাহলেই তাকে খেলানো হবে।