Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Tofail-Ahmedখােলা বাজার২৪, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ : সার্কভুক্ত ৬টি দেশের মধ্যে নেপাল ছাড়া বাকি ৫টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।
বুধবার সংসদে সরকারি দলের এ কে এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সর্বোচ্চ ৪ হাজার ৭৬৩ দশমিক ২৮ মিলিয়ন ইউএস ডলার। এরপরই পাকিস্তানের সঙ্গে ৪৬০ দশমিক ৪৩ মিলিয়ন, ভুটানের সঙ্গে ১৬ দশমিক ৮৬ মিলিয়ন, শ্রীলংকার সঙ্গে ১৪ দশমিক ৫৫ মিলিয়ন, আফগানিস্তানের সঙ্গে ১ দশমিক ৩২ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে একমাত্র নেপালের সঙ্গে ৮ দশমিক ৪৮ মিলিয়ন ইউএস ডলার বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, ভারত থেকে মুলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানির অপরিহার্যতার কারণে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেশি। তবে এ বাণিজ্য ঘাটতি পূরণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে যুগোপযোগী রফতানি নীতি ২০১৫-১৮ প্রণয়ন, সার্কভুক্ত দেশসমূহের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা, শুল্কমুক্ত সুবিধা প্রচলন, রফতানির ক্ষেত্রে নগদ সহায়তা, বাংলাদেশ-ভারত-ভুটান-নেপালের মধ্যে বিদ্যুৎ, পানি সম্পদ, ট্রানজিট ও কানেকটিভিটি বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন।