Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Hiraখােলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭: অভ্যন্তরীণ পরিদর্শন ও নীরিক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কনকারেন্ট অডিটরদের অ্যাওয়ার্ড প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ২০১৬ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ৮ জন অডিটরকে অ্যাওয়ার্ড প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্ এবং পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মুহাম্মদ মাহমুদুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্যাংকের প্রায় ৫৫% ব্যবসা সম্বলিত ১০টি বৃহৎ শাখায় সার্বক্ষণিক পরিদর্শন ও নীরিক্ষায় নিযুক্ত ইনডিপেনডেন্ট কনকারেন্ট অডিটরদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরিচালক পর্ষদ এই কনকারেন্ট অডিটর অ্যাওয়ার্ড প্রদান করলো।