Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: 4চার ফুটবল কিংবদন্তি একই ম্যাচে খেলবেন। ফুটবল সম্রাট পেলে, ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা, হালের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফুটবল পায়ে দেখা যাবে। এই দুই প্রজন্মের তারকাদের খেলতে দেখা যাবে সন্ত্রাসবাদ বিরোধী ম্যাচে।
আসছে ২১ মে নাইজেরিয়ার রাজধানী আবুজায় খেলবে পেলে-ম্যারাডোনারা। ম্যাচটি আয়োজনের দায়িত্বে রয়েছে নেক্সটুনান। এই সংস্থাই ‘আফ্রিকা মাই আফ্রিকা’ স্লোগান দিয়ে ম্যাচের আয়োজন করছে। ফিফা ও নাইজেরিয়ার ফুটবল সংস্থার কাছ থেকে এই ম্যাচের জন্য ইতোমধ্য অনুমতিও মিলেছে।

যে দুই দল খেলবে তার নামও ঠিক হয়ে গেছে। আফ্রিকা একাদশের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। চমক আছে আরও। পেলে-ম্যারাডোনা এবং মেসি-রোনালদো ছাড়াও এই ম্যাচে খেলবেন কিংবদন্তি জিনেদিন জিদান, রোনালদিনহো ও দিদিয়ের দ্রোগবার মত বিশ্বমানের ফুটবলাররা।