খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন। তিনি যাদের নির্বাচনকালীন সরকারে নেবেন বলে মনে করেন, তাদের নিয়েই নির্বাচন পরিচালিত হবে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাসিম। তিনি আরো বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এটা সংবিধানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলব, আপনারা দয়া করে নির্বাচনে আসুন। জনগণের রায় নিন। জনগণ যে রায় দেয়, তা মেনে নিন।’
অটোমেটিক ভোটিং মেশিন (এভিএম) পদ্ধতি সম্পর্কে নাসিম বলেন, ‘এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তা ছাড়া জনগণ এখন সচেতন। তাদের ফাঁকি দেওয়া যাবে না।’
স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী।