খােলা বাজার২৪, শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০১৭: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে শুক্রবার পল্টন ময়দানে শুরু হয়েছে রোল বল বিশ্বকাপ। ৩৪টি দেশের অংশগ্রহণ নিয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হয়েছে চতুর্থ এই আসর। তবে টুর্নামেন্টে ৩৯টি দেশের অংশ নেওয়ার কথা থাকলেও ছয়টি দেশ এখন পর্যন্ত ঢাকায় পৌঁছায়নি।
এদিন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সপ্তাহব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া সচিব আকতারউদ্দিন আহমেদ ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
এবারের আসরে পুরুষ বিভাগে খেলবে ৩৭ দেশ এবং মহিলা বিভাগে অংশ নেবে ২৭ দেশ। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়াও বিশ্বকাপের খেলা হবে পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোর স্টেডিয়ামে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে প্রি-কোয়ার্টার ফাইনালে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ ও ফাইনাল।
‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের পুরুষ বিভাগে অন্য প্রতিপক্ষরা হলো মিয়ানমার, ভুটান, ফিজি ও হংকং। অন্যদিকে মহিলা বিভাগে বাংলাদেশকে লড়তে হবে নেপাল ও ফিলিপাইনের বিরুদ্ধে।
আগামি ২৩ ফেব্র“য়ারি বিশ্বকাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ভারতে। এরপর কেনিয়ায় দ্বিতীয় আসরের খেলা হলেও তৃতীয় আসরের আয়োজক হিসেবে আবারো রোল বল বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। এবারই প্রথম বিশ্বকাপের আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর এবারই প্রথম এতোদেশ রোল বল বিশ্বকাপে অংশ নিচ্ছে।