Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে আ. লীগ নেতারা বলছেন, বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মামলার রায় না মানলে জনগণ বিএনপিকে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন কেউ না আসলেও নির্বাচন হবে।
জাতীয় নির্বাচনের আগে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারের আশঙ্কা করে আসছে বিএনপি। বিএনপি নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার কথাও বলছেন বিএনপি নেতারা।
রাজশাহীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলার রায় অমান্য করলে, জনগণ বিএনপিকে প্রতিহত করবে।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান নির্বাচন কমিশনই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইনডিপেন্ডেন্ট টিভি