Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: গোয়েন্দা পুলিশের(ডিবি) হাতে আটক তিন শ্রমিকের মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাকা হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মাইক্রোবাস শ্রমিক নেতারা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে সিলেট ল-কলেজের সামনে পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত সাতজন আহত হন। এদের মধ্যে মুশাহিদ আলী নামের ট্রাকশ্রমিককে অবস্থা গুরুতর। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ বলেন, শুক্রবার রাতে তিন শ্রমিককে গোয়েন্দা পুলিশ(ডিবি) আটক করে। এ কারণে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। এ সময় পুলিশ তাদের মারধর করে আহত করে। আটককৃতদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা ।
এ নিয়ে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, আসামী গ্রেফতার করলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ল-কলেজের সামনে থেকে শফিক ও স্বপন নামের দুজন মাইক্রোবাস শ্রমিককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর জেরে রাতে উপশহর পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। তখন পুলিশ সদস্যরা সেখানে এসে অবরোধ তুলে নেয়ার কথা বললেও তারা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্তত সাতজন আহত হন। -তথ্যসূত্র : এনটিভি