Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, রাষ্ট্রনীতি ও ধর্ম বিশ্বাসের মধ্যে কোনো দ্বন্দ্ব -সংঘর্ষ নেই। রাষ্ট্র আলাদা বিষয়।
গতকাল শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ‘সপ্তম চাপাই উৎসবের’ উদ্বোধনকালে একথা বলেন ড. মসিউর। তিনি ধর্ম ও রাষ্ট্র বিষয়ে একটি উদারহরণ দেন, ওই অনুষ্ঠানের একটি ঘটনা থেকে।
মসিউর বলেন, উদ্বোধনের সময় তিনি পতাকা উত্তোলনে দেখেছেন, অনুষ্ঠানে যারা বয়স্ক মানুষ এসেছেন এবং টুপি পরা দাড়ি রয়েছে এবং অল্প বয়স্ক-দেখে মনে হয় কোথাও ঘুরতে যাবে। আবার কেউ কেউ এসেছেন-তাদের দেখে মনে হলো শুক্রবারের জুম্মার নামাজের প্রস্তুতি নিয়ে এসেছেন। এই উপদেষ্টা বলেন, অনুষ্ঠানে যখন জাতীয় সংগীত চলছিল তখন সবাই ঠোঁট মিলিয়েছেন। অথচ আমরা প্রায়ই বলে থাকি, ধর্ম এবং ধর্ম সহিষ্ণুতা, অসাম্প্রদায়িকতা একসাথে থাকতে পারে না। তাহলে আজকের এই দৃশ্যপট কেন?
মসিউর রহমান বলেন, এই ঘটনা প্রমাণ করে ধর্ম বিশ্বাস ও রাষ্ট্রনীতিতে দ্বন্দ¦ নেই। তিনি বলেন, সংবিধানে যে
অসাম্প্রদায়িকতার কথা আছে, এটাকে অনেকে মিথ্যা বা অনেকে ভুল ব্যাখ্যা করেন। এটা ধর্মহীনতা নয়, এটা ধর্মের প্রতি সহিষ্ণুতা।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ধর্ম হলো নিজের বিষয়। রাষ্ট্র আলাদা এবং অন্য ক্যাটাগরির একটা জিনিস। রাষ্ট্রের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, রাষ্ট্রকে আমরা ভালবাসি এবং রাষ্ট্রকে রক্ষা করি। এই রাষ্ট্রকে আমরাই রক্ষা করবো। মসিউর বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িকতার মূল লক্ষ্য হলো ধর্মীয় সহিষ্ণুতা।
ঢাকাস্থ চাপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক উজির আলী বক্তব্য দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।