খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য ৯১ শিক্ষা-প্রতিষ্ঠানের ন্যায় সুযোগ সুবিধা পাবে। একইসাথে আগের মতো নিজ নিজ কলেজের শিক্ষক দ্বারাই এ কলেজগুলোর শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার সন্ধায় তিনি এ কথা জানান।
ভিসি বলেন, নতুন যে সাতটি কলেজ অন্তর্ভুক্ত হয়েছে তারা শুধু প্রশাসনিক সুবিধা পাবে। এর বাইরে তাদের কলেজের নামসহ অন্যান্য সবকিছু আগের মতো ঠিক থাকবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়টি তার অধীনস্ত অন্যান্য ৯১টি প্রতিষ্ঠানের ন্যায়ে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ করবে অর্থাৎ এদের পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হবে যা তত্ত্বাবধায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের সাথে তাদের প্রশ্নের কোনো মিল থাকে না।
এছাড়া অধিভুক্ত কলেজ সমূহ আবাসন, পরিবহন সুবিধাসহ যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে না।
তাদের প্রদানকৃত স্নাতক ও স্নাতকোত্তর এর সার্টিফিকেটে কলেজর নাম উল্লেখ থাকবে। সার্টিফিকিটে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রস্তুত করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাবির অধিভুক্ত হয় রাজধানীর সরকারি সাতটি কলেজ, কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ।
বর্তমানে এসব কলেজে অনার্স ও মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীদের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ২শ ৩৬ জন এবং শিক্ষক সংক্ষা ১ হাজার ১শ ৪৯ জন ।
এ সময় সভাকক্ষে ঢাবি উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ অনুযায়ী তাঁর লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা নেব। এখন থেকে এই অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বিদ্যায়তনিক কার্যক্রমও পরিচালনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৯১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পরিবর্তন