Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখের একটি হোটেলে জার্মান আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল ও কানাডিয়ান আদালতে মামলার কারণে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন।’
প্রবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।’
প্রধানমন্ত্রী প্রবাসী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায়বিচার লাভ করেছি।’
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনীল দাসগুপ্ত, সাধারণ সম্পাদক এমএ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে শুক্রবার জার্মানির মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের আমন্ত্রণে সকালে তিনি মিউনিখ পৌঁছান।
সূত্র: বাসস