Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: 18মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : ‘মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঐতিহ্যবাহী বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রায় ৯০০শত শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে দৈনিক ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উৎসব পালন করেছে। শনিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পোগলদিঘা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পড়ে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ মনিরের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম তারা, মো: সুরুজ্জামান, এসএম মুখলেছুর রহমান মুকুল, সেলিম হোসেন, মাহফুজুর রহমান রুমান, রুনা লায়লা, তানিয়া আক্তার, নাছির উদ্দিন, দেবাশিষ সহ বিভিন্ন গণ্যমাধ্যমের স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ভোরের কাগজের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।