খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর নদী সংলগ্ন রূহিতার খাল এলাকায় অভিযান চালিয়ে ১৩টি ট্রলারে বিপুল পরিমাণ ইলিশের পোনা, অবৈধ জালসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। তাঁরা সবাই জেলে ও মৎস্য ব্যবসায়ী।
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল ও ইলিশের পোনার পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া চলছে।