Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: 39 আখেরী মোনাজাতের মধ্য দিয়ে নীলফামারীতে শেষ হলো তাবলীগ জামাতের তিন দিন ব্যাপী জেলা ইজতেমা। আজ শনিবার দাড়োয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন কলোণী মাঠে বেলা পৌণে এগারোটায় শুরু হয়ে সোয়া এগারোটায় শেষ হয় আখেরী মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের আহলে সূরা মাওলানা মোশারফ হোসেন। মোনাজাতে নীলফামারী জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ অংশ নেন। এছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ও মরক্কোসহ বেশ কয়েকটি দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন। গত ১৬ ফেব্রুয়ারী ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা।