খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: : সুনামগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়ার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
তালামিযের জেলা সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালামিযের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জুমানে আল-ইসলাহর জেলা সভাপতি মাওলানা আবু তাহির মুহাম্মদ খালিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, তালামিযের সাবেক জেলা সভাপতি আবুল ফজল মুহাম্মদ ত্বোহা, আল-ইসলাহর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ।
তালামিযের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামান ছাদিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালামিযের জেলা প্রচার সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, অফিস সম্পাদক নূর হোসেন, সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক আব্দুল মতিন রাজন, সহ তথ্য-প্রযুক্তি সম্পাদক হাফেজ মাজেদুল ইসলাম, সদস্য মাসুম আহমদ, ছাতক উপজেলা আল-ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম, তাহিরপুর আল-ইসলাহর সভাপতি হাফিজ নূরুল আলম, ছাতক উত্তর উপজেলা তালামিযের সভাপতি তোফায়েল আহমদ মিনার, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি মাসুক আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দোয়ারাবাজার পূর্ব উপজেলার সাধারণ সম্পাদক আমির হোসেন, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা সভাপতি কেএম আবদাল হোসাইন, সাধারণ সম্পাদক আল-আমিন, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান জুনাইদ, দিরাই উপজেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।