Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭:  60বাগেরহাটের সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৬৮) তরফদারের শরীরে ভুল ইনজেকশন পুশে মৃত্যুর ঘটনায় শহর জুড়ে আলোচনা ও নিন্দা ঝড় বইতে শুরু করেছে। এদিকে ভুল ইনজেকশন পুশ করায় মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরীক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
জানাগেছে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম অসুস্থ হলে তার ছোট মেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট লঞ্চঘাটস্থ মেইন রোডে অবস্থিত ইউনিক ফার্মেসী থেকে চিকিৎসকের ব্যবস্থা পত্র দেখিয়ে ইনজেকশন নিয়ে বাড়ী ফিরে আসেন। এর ওই ইনজেকশন পুশ করার জন্য পল্লী চিকিৎসক হেলাল উদ্দিনকে ডেকে আনেন তার স্বজনরা। পরে রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের শরীরে পুশ করার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্বজনরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকের কাছে ব্যবস্থা পত্র অনুযায়ী ভুল ইনজেকশন পুশের বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষনিক ইউনিক ফার্মেসীতে ওই ব্যবস্থা পত্রটি আসা হলে ব্যবস্থাপত্র অনুযায়ী ইনজেকশনটি ভুল দেয়া হয়েছে বলে ফার্মেসীর মালিক স্বীকার করেন। এসময় বিষয়টি নিয়ে এলাকাবাসি ও পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়ে এবং অনেক মুক্তিযোদ্ধারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ খবর ছড়িয়ে পরলে রাতেই বাগেরহাট মডেল থানা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। অবস্থা বেগতিক দেখে ইউনিক ফার্মেসীর মালিক শিব বাবু মুক্তিযোদ্ধার পরিবারের সাথে সমঝোতা করে।
এ ব্যাপারে একাধিকবার কথা বলতে চাইলে সাংবাদিকদের কাছে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিবারের কেউ মুখ খুলতে রাজি হয়নি।
ইউনিক ফার্মেসীর মালিক শিব বাবু বলেন, আমার কর্মচারী ভুলক্রমে (ঝড়হধীধ) পরিবর্তনে (ঝীঁধ) ইনজেকশন দেয়। অসাবধনতা বসত এ ঘটনাটি ঘটেছে। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। শুক্রবার জুমার নামাজের পর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মরাদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়