খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বর্ষের নির্বাচন আগামী ২২ ও ২৩ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মাঝে ১ ঘন্টা বিরতি থাকবে।
ঢাকা বারের ওয়েবসাইটে দেখা যায়, ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এই বারে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
ঘোষিত তফসিল অনুযায়ি, ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
এই বারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীতা হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল, অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।
এই নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আইয়ুবুর রহমান।
অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন, এডভোকেট মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।