Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭:  74দেশের রাজনীতিবিদদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ, পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের সকল রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছে তিনি পছন্দের ব্যক্তি। বাংলাদেশের ফাটাকেষ্টও বলা হয় তাকে। এর প্রধান কারণ হলো তার সহজ সরল জীবনজাপন। বেশীরভাগ সময় টি শার্ট পরেই এবং অতি সাধারণ ভাবেই চলাফেরা করেন তিনি।

এছাড়া কোনো ধরনের দেন দরবার চলে না তার কাছে। সরাসরি পদক্ষেপ নিতে তিনি পিছপা হননা। আর সাধারণের কাছে পছন্দের অন্যতম কারণ হলো তার সারল্যতা।
গতকাল শুক্রবার রাজশাহী সফরে গেছেন ওবায়দুল কাদের। সেখানের বেশকিছু ছবি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় যে রাস্তার পাশে পিঠা বিক্রির দোকান থেকে খুশিমনেই পিঠা খাচ্ছেন তিনি। আর মহিলা পিঠা বিক্রেতা যেন অবাক হয়ে তাকিয়ে আছেন মন্ত্রীর দিকে।
তিনি অবাক হচ্ছেন যে দেশের একজন মন্ত্রী তার রাস্তার পাশের খোলামেলা দোকান থেকে পিঠা খাচ্ছেন। কারণ সচারচার একটু বিত্তবান ব্যক্তিরাও রাস্তার পাশের এরকম খোলামেলা দোকান থেকে কিছু খান না।
তবে ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এটি নতুন ঘটনা নয়। রাস্তার পাশের তরকারির দোকান থেকে বাজার করা, চায়ের টং দোকান থেকে চা খাওয়া সহ সাধারণের মত চলাফেরা করে এর আগেও অনেকবার সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।