খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: মৌলভীবাজারে গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে জেলা শাখার উদ্যোগে দরিদ্রদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে জিএসসি ইউকে চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম উমেদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন জিএসসি মৌলভীবাজারের সভাপতি ডা: ছাদিক আহমদ, ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি আবু তাহের, প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ খাঁন, ইউকে বাংলা কাগজের সহসম্পাদক আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন দরিদ্রদের মাঝে মশারী বিতরণ করা হয়।