খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: নরসিংদী প্রতিনিধিঃ আজ শিবপুর উপজেলার লালখাঁরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিচিত্রানুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশির একথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন যশোর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হোসনা বেগম। আকরাম হোসেন মাষ্টার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার,মোঃ কবির হোসাইন,ভাই ভাই পোল্টি ফিড মিল এর চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হেকিম,আপেল মাহমুদ,আমিনুল ইসলাম মাষ্টার,জনাব আলী মাষ্টার,মাসুদ রানা,কামরুজ্জামান মাস্টার,মোহাম্মদ আলী ভূইয়া প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” জাতীয় সঙ্গীতের এই লাইন মনে ধারণ করলে কেউ দেশের ক্ষতি করার কথা নয়। অথচ আমরা মানুষের ক্ষতি করছি।আমরা মন থেকে দেশকে ভালবাসছি না। আমরা যে যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। আমি আমার ঘাম ঝরানো টাকা দিয়ে এলাকার মানুষের পাশে দাড়াবার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন এভাবে যেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি।
তিনি আরো বলেন স্কুলটির উন্নয়নের জন্য আমি উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করছি আশা করি ভাল ফলাফল পাব।স্কুল থেকে এবছর জিপিএ ৫প্রাপ্ত ১০জন ছাত্রীকে তিনি নগদ ১০০০টাকা করে পুরস্কৃত করেন। স্কুলে নিজ তহবিল থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়ার কথা ঘোষণা করেন,সেই সাথে তিনি ছাত্রছাত্রীদের ঢাকা সিলেট রাস্তা পারাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।পরিশেষে তিনি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির জন্য শিক্ষকদের কঠোর পরিশ্রম করার আহবান জানান।