খােলা বাজার২৪, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭: ছিটমহল বলে কোন শব্দ বাংলাদেশের ডিকশনারীতে নেই, আমরা এখন সবাই বাংলাদেশী। ৭০ বছরের পিছিয়ে থাকা মানুষগুলোকে মূলধারায় ফিরিয়ে আনতে ইতোমধ্যে বর্তমান সরকার নানা উন্নয়ন কর্মসূচী শুরু করেছে। আগামী তিন বছরের মধ্যে অসমাপ্ত সকল উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে- এমনটি বলছেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সকালে লালমনিরহাটের সদ্য বিলুপ্ত ভিতরকুটি – বাশ পঁচাই ছিটমহলের ছালেহা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় আরো তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। তখন আর কারো কাছে বাংলাদেশ সহযোগিতে চাইতে হবে না। নব গঠিত নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির বিভ্রান্তিকর নানা মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ইসি কাজ শুরু না করতেই বিএনপি তাদের না মানার ইঙ্গিত দিচ্ছেন। ইসি নিয়ে সমালোচনা থেকে সরে এসে বিএনপিকে জনগনের প্রতি আস্থা রেখে মাঠে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান, পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ। পরে মন্ত্রী নির্মাণাধীণ দ্বিতীয় ধরলা সেতুর কাজ পরিদর্শন করেন। বিকেলে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলে অংশ নেয়ার কথা রয়েছে তাঁর।