খােলা বাজার২৪, রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭: ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বাংলাদেশ সফরের কথা সরাসরি না বললেও আগামী আগস্টেই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই বছরের অক্টোবরে আসার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।
জালাল ইউনুস বলেন, ‘অস্ট্রেলিয়া চাচ্ছে শুকনো মৌসুমে খেলতে। শুকনো মৌসুম বলতে অক্টোবর থেকে শুরু। তার আগে তারা জানে যে এখানে বর্ষা মৌসুম। অক্টোবরের পর আমাদের আবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ আছে। এর আগে যে স্লট আছে, সেখানে পাকিস্তানের আসার কথা জুলাইয়ে।’ সে কারণেই, আগস্ট-সেপ্টেম্বরে ফাঁকা যে স্লট আছে, আমরা ওটাই ধরে রেখেছি। অবশ্য এখনও চূড়ান্ত কিছু হয়নি।’
যদিও চলতি বছরের শুরুর দিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বাংলাদেশ সফরের কথা সরাসরি না বললেও আগামী আগস্টেই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার ইঙ্গিত দিয়েছেন। বলেছিলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিসিবির সঙ্গে বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, সেটা ছিল স্বস্তিদায়ক। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত আগস্টেই সফর করব আমরা।’